-১৩-

Buzz Aldrin এর নাম হয়তো কেউ জানেন না, তিনি কি কারনে বিখ্যাত তাও হয়তো আপনি জানে না । তিনিই প্রথম মানুষ যিনি চাঁদে প্রস্রাব করেছিলেন।

-উৎস-

 

-১৪-

Giethoorn নামক Netherlands এ গ্রামে কোন রাস্তা নেই। চলাচলের প্রধান বাহন হল নৌকা এবং ছোট ছোট কিছু ব্রিজ।

-উৎস-

-১৫-

শক্তিশালী ভূমিকম্পের ফলে অনেক সময় পৃথিবীর দিনের দৈর্ঘ্য কমে যায়। এর কারন হিসেবে পৃথিবীর অক্ষরেখার ঘুর্ননের পরিবর্তনকে দ্বায়ী করা হয়। যেমন -২০০৮ সালে জাপানে আঘাত হানা ভূমিকম্পের ফলে ১.৮ মাইক্রোসেকেন্ড এবং ২০০৪ সালের সুমাত্রা ভূমিকম্পের ফলে ৬.৮ মাইক্রোসেকেন্ড সময় কমে গিয়েছে।

-উৎস-

এন্টারটিকায় একটা হিমবাহ আছে যার নাম “রক্ত প্রপাত(Blood Falls)” যার থেকে সবসময় লাল রঙ্গের তরল নির্গত হয় মনে হয় যেন বরফ থেকে রক্তক্ষরন হচ্ছে।

-উৎস-

-১৭-

২০০৮ সালে বিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার একটা নতুন প্রজাতি সনাক্ত করেছেন যা হেয়ার স্প্রে (hairspray) –তে বসবাস করে।

-উৎস-

-১৮-

গরমকালে সূর্যের তাপে ফ্রান্সের আইফেল টাওয়ার ৭ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়।

-উৎস-