-১৯-

Lt. Col. “Mad” Jack Churchill একজন ব্রিটিশ যোদ্ধা যিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় তীর-ধনুক দিয়ে প্রতিপক্ষের এক সৈনিকে নিহত করেছিলেন। “Mad Jack” যুদ্ধের সময় মধ্যযুগীয় সাধারন তীর-ধনুক এবং তরবারী নিয়ে যুদ্ধ করতে অন্য সৈনিকদের উদ্ভদ্ধ করতেন।

-উৎস-

-২০-

সবচেয়ে বড় পিপড়ার কলোনী ৩ টি মহাদেশ জুড়ে বিস্তিৃত –ইউরোপের বেশিরভাগ, ইউ. এস.এ এর পশ্চিম তীর এবং জাপানের পশ্চিম তীর পর্যন্ত বিস্তিৃত।

-উৎস-

-২১-

সবচেয়ে বড় তুষার কনার দৈর্ঘ্য ১৫ ইঞ্চি।

-উৎস-

-২২-

১৯৬২ সালে তানজানিয়াতে হাসি মহামারী আকারে ছড়িয়ে পরে ছিল এবং এ হাসি রোগ প্রায় ১ বছর স্থায়ী ছিল লক্ষ লক্ষ লোক এতে আক্রান্ত হয়ে পড়েছিল। এ কারনে বেশির ভাগ স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়েছিল।

-উৎস-

-২৩-

রোমানরা দাঁত সাদা ও ঝকঝকে করার জন্য মনুষ্য প্রস্রাব ব্যবহার করত।

-উৎস-

-২৪-

মানুষের শরীরের সকল শিরা –উপশিরার দৈর্ঘ্য প্রায় ৬০,০০০ মাইল। এ দিয়ে গোটা পৃথিবীকে ২ বার পেচিয়ে আনা যাবে।

-উৎস-